ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করা হয়। রবিবার (২৭ অক্টোবর) সকালে শহরের বুড়ি মা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান কায়ছারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মসিউর রহমান, শহর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন জনি, শহর ছাত্রদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সুমন প্রমুখ। স্বেচ্ছায় রক্তদান করেন তিতুমী কলেজ ছাত্র দলের সহ-সভাপতি কেএম মেহেদী হাসান, শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন। বিশেষজ্ঞ ডাক্তার দারা দরিদ্র মানুষের ফ্রি চিকিৎসা প্রদান করা হয় এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন।