প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৯:৪৫ পূর্বাহ্ণ
৩ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার
https://youtu.be/3QUCqgbAsnw?si=HKH14dkMItj9cH3b
মাসুদুর রহমান :শেরপুর জেলা কারাগার থেকে পলাতক মোবাইল কোর্টের মামলায় ০৩ মাসের সাজাপ্রাপ্ত কয়েদী শাহীন মিয়া(৩৩)কে গ্রেফতার করেছে করেছে জামালপুর র্যাব ১৪। রবিবার (২৭) অক্টোবর দুপুর দুইটায় র্যাব ক্যাম্পের অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার লুৎফা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ০৫ আগস্ট বিকাল অনুমান ৪ টার সময় শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুস্কৃতিকারী আক্রমন করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ হাজতী ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে। এরপর র্যাব পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে হাজতী এবং কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে জানতে শেরপুর জেলার সদর থানার খরমপুর এলাকায় শনিবার রাত সাড়ে সাতটায় জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মামলায় পলাতক কয়েদী নং ৮০১১/এ, শেরপুরের উত্তর গৌরীপুর গ্রামের শমসের আলীর ছেলে শাহীন মিয়া (৩৩)কে গ্রেফতার করতে সক্ষম হয়। কোর্ট মামলা নং-০৭/২৪ মামলায় ০৩ মাসের সাজাপ্রাপ্ত ১০০/- টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১০ দিনের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী ছিলেন শাহীন । তিনি আরো জানান,গ্রেফতারকৃত কয়েদীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, ঘটনার দিন তিনি অন্যান্য হাজতী ও কয়েদীদের সাথে কৌশলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যান এবং শেরপুর জেলাসহ আশেপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকেন । পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে । পাশাপাশি জেল পলাতক এসব হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি: জি এম কবির
সম্পাদক: শহীদুল ইসলাম
বার্তা প্রধান: এস এম শফিউল হক
All rights reserved © 2024