ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে হবে-আমীর খসরু

Newsfast24
অক্টোবর ২৮, ২০২৪ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে হবে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সংস্কার ধারণা আসেনি। আগেই প্রস্তাব দেয়া হয়েছে। জনগণের মালিকানা ভোটের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণের কাছে বারবার ভোটের জন্য প্রার্থীদের যেতে হবে। তরুণ প্রজন্মসহ সবাই ভোট দিতে চায়। জাতি সেই ঐক্যমতে আছে। তাই সুষ্ঠু নির্বাচনে সে সংস্কার দরকার।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কমিশনগুলোর রিপোর্ট জমা দেয়ার আগে যেসব কথাবার্তা আসছে সেগুলো ব্যক্তি মতামত কিনা বা সরকারের ভাবনা কিনা তা পরিস্কার না। রিপোর্ট জমা দেয়ার পর সেগুলোর বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নেবে বিএনপি।

 

তিনি আরও বলেন, নির্ধারিত এজেন্ডা নিয়ে যদি মনে করেন জাতীয় সমস্যা সমাধানের একমাত্র পথ তা জাতির জন্য তা ভালো হবে না। সংস্কারের বিষয়টি এসেছে আরও ছয় বছর আগে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ নামে একটি রূপকল্প প্রকাশ করেছিলেন। সেখানে দেশের স্বাধীনতা ও জনগণের সেবায় ৩১ দফা দিয়েছিলন তিনি।