ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কারাগার থেকে পলাতক ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদী গ্রেফতার

Newsfast24
নভেম্বর ৪, ২০২৪ ৬:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

মাসুদুর রহমান : কারাগার থেকে পলাতক মোবাইল কোর্ট মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদী ফজু মিয়া(৫৬)কে গ্রেফতার করেছে জামালপুর র‍্যাব-১৪। সোমবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর র‍্যাবের অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: আব্দুল হাই চৌধুরী। তিনি সাংবাদিকদের জানান,,শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গত ০৫ আগস্ট বিকাল ৪ টায় শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুস্কৃতিকারী আক্রমন করে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ হাজতী ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে। সরবরাহকৃত পলাতক হাজতী ও কয়েদীদের তালিকা সংগ্রহ করে উক্ত হাজতী কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায়, রবিবার রাত সাড়ে আট টায় শেরপুর জেলার সদর থানার সোনার বাংলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মামলার পলাতক কয়েদী নং ৭৮৭৬/এ মীরগঞ্জ গ্রামের ইউসুফ আলীর ছেলে ফজু মিয়া (৫৬) কে গ্রেফতার করে র‍্যাব ৷ তিনি ০৬ মাসের সাজা এবং অতিরিক্ত ৫- টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক কয়েদী। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে সোমবার ভোরে শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে । জেল পলাতক এসব হাজতী ও কয়েদীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব এর অভিযান অব্যাহত থাকবে।

মাসুদুর রহমান
০১৯৭৮৫০৫২৪৪