ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইভ টিভি
  14. শিল্প ও সংস্কৃতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ বিশ বছর পর রাণীনগরে ইউসিসি সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

admin
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

দীর্ঘ প্রায় বিশ বছর পর নওগাঁর রাণীনগরে বিআরডিবি ভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যদিয়ে শুধুমাত্র সভাপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত। সর্বশেষ গত ২০০৬সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।

নানা জটিলতাকে উপেক্ষা করে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বে ও তার অফিসের সদস্যসহ সকল ভোটারদের সার্বিক সহযোগিতায় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউসিসিএ সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৮টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে খট্টেশ্বর রাণীনগর কৃষক সমবায় সমিতির সভাপতি মো. সরফরাজ খান মাছ প্রতীকে ৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বড়িয়াপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি মো. মঞ্জুর আলম হরিণ প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট।

 

এছাড়া কমিটির সহ-সভাপতি পদে আবু সাইদ প্রাং, সদস্য পদে মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, রেজাউল ইসলাম, জালাল প্রামাণিক ও জুলহাস উদ্দিন জুয়েল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বলে জানান নির্বাচন কমিটির  সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাফরুল ইসলাম। এছাড়াও নির্বাচনে ভোট গ্রহণের সকল কার্যক্রম পর্যবেক্ষণে ছিলেন নির্বাচন কমিটির অন্য দুই সদস্য ছরোয়ার হোসেন ও সোনালী ব্যাংক টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালুকদার। নির্বাচনে মোট ভোটার ১৫২ জনের মধ্যে ৯৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন সমবায়ের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে কৃষি কাজসহ বিভিন্ন হস্ত শিল্প ও খামার স্থাপন এবং বিভিন্ন ধরণের কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষক থেকে শুরু করে প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি সম্পন্ন করতেই পল্লী উন্নয়ন একাডেমীর মাধ্যমে সমবায় ভিত্তিক সমিতির সূচনা করা হয়। এই সমিতিগুলোর আওতায় ঋণ প্রদাণের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা, স্বল্প মূল্যে সহজ কিস্তির মাধ্যমে সেচ যন্ত্র বিতরণ করাসহ নানা ধরণের জনকল্যাণ মূলক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। এমন বিভিন্ন ধরণের কর্মকান্ডগুলো আরো স্বচ্ছতার মাধ্যমে সঠিক ভাবে পরিচালনা করতে ইউসিসিএ সমিতির সহযোগিতা মূলক ভ’মিকার কোন বিকল্প নেই। তাই উপজেলায় এমন জনবান্ধব কর্মকান্ডকে আরো গতিশীল করতে নির্ধারিত সময় পর পর এমন নির্বাচন অনুষ্ঠিত হওয়া খুবই জরুরী। আশা রাখি উপজেলায় আগামীতেও এমন নির্বাচনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এতে করে উপজেলায় বিআরডিবি ভুক্ত সমবায় সমিতিগুলোর কর্মকান্ড সচল থাকবে।