দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:পাঁচবিবিতে ১১তম পর্যায়ের অনুদানে বাস্তাবায়িত ছাগল পালন কর্মসূচীর আওতায় বিনামূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠান আজ বার বিকেলে শালপাড়া আইডিয়াল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
আইডিয়াল সোসিও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইএসডিও) এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ বাবু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী। বিশেষ অতিথি শালপাড়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান কাজল ও সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম রিজু প্রমুখ।শেষে ধলাহার ও আয়মারসুলপুর ইউনিয়নের অসহায় দরিদ্র ২০ পরিবারের প্রত্যেক জনকে ২টি করে ছাগল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।