মোঃজিল্লুর রহমান বিভাগীয় প্রধান
গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় (গতকাল দুপুর ১২ টা থেকে আজ সোমবার ১২ টা) অভিযানে জেলা পুলিশ ২১ জন ও মহানগর পুলিশ ৭৯ জনকে গ্রেফতার করে বলে সোমবার জিএমপি এবং জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। রবিবার দিবাগত রাতে জেলার শ্রীপুর থেকে আটক হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামীলীগের সাবেক এমপি চয়ন ইসলাম এবং গাজীপুর মহানগর যুব মহিলালীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক জানান, কাপাসিয়া থানা পুলিশ ৪ জন, কালিয়াকৈর থানা পুলিশ ৩ জন, কালীগঞ্জ থানা পুলিশ ৪ জনসহ ২১ জনকে গ্রেতার করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, মহানগরীর ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে ৭৯ জনকে আটক করা হয়েছে।