জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের কলেজ বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
আজ শনিবার বিকেলে তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে স্থানীয় লোকজনদের কাছ থেকে দোয়া চেয়ে ওই গণসংযোগ করেন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহামেদ রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম , পৌর বিএনপির সাবেক আহবায়ক আলমগীর চৌধুরী বাদশা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু প্রমুখ উপস্থিত ছিলেন।