ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইভ টিভি
  14. শিল্প ও সংস্কৃতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পোরশায় লক্ষমাত্রা ছাড়িয়ে গমের চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডিএম রাশেদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পোরশায় গমের মাঠ এখন সবুজের সমারোহ। গত কয়েক বছর গমের ভাল ফলন পেয়ে চাষীরা অধিক জমিতে গম চাষে ঝুকে পড়েছেন। কৃষকরা সরকারি বিনামূল্যে গমের বীজ ও সার পেয়ে ব্যাপকভাবে চলতি বছর গমের চাষ করেছেন। এখন পর্যন্ত আবহাওয়া ভাল রয়েছে এবং শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছরও গমের বাম্পার ফলন হবে বলে জানান চাষীরা।

উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল ৪হাজার ১৫০হেক্টর। লক্ষমাত্রা ছাড়িয়ে গামের চাষ হয়েছে ৪হাজার ৩৫৫হেক্টর জমি। এ উপজেলায় উন্নত জাতের গম ডাবিøউএমআরআই-৩, ডাবিøউএমআরআই-৪, বারী-৩০, বারী ৩২ ও বারী ৩৩ জাতের গম চাষ করেছেন কৃষকরা। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে গমের নতুন নতুন জাত উদ্ভাবন হয়েছে। গম চাষে খরচ কম। অল্প খরচে অধিক লাভবান হওয়া যায় গম চাষ করে। তাই কৃষকদের গম চাষে আগ্রহ বাড়ছে।

উপজেলার সহড়ন্দ গ্রামের গম চাষী, আব্দুল খালেক মোল্লাহ ও আনোয়ার হোসেন জানান, তারা উপজেলা কৃষি অফিসের দেওয়া উন্নত জাতের গম বীজ ও সার বিনামূল্যে পেয়েছিলেন। এখন পর্যন্ত তাদের গম অনেক সুন্দর রয়েছে। প্রতি বিঘা (৩৩শতক) জমিতে তাদের খরচ হবে প্রায় ৪হাজার টাকা। আবহাওয়া ভাল থাকলে প্রতি বিঘা জমিতে ১৫-২০মণ পর্যন্ত গমের ফলন আশা করছেন তারা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনূর রশিদ জানান, উপজেলা কৃষি অফিস থেকে চলতি মৌসুমে বিনামূল্যে ২হাজার ৪৮২ জন কৃষককে ২হাজার ৫০০বিঘা জমিতে গম চাষের জন্য উন্নত জাতের গমের বীজ সরবরাহ করা হয়েছে। সেই সাথে বিনামূল্যে দেওয়া হয়েছে প্রয়োজনীয় সার। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর গমের বাম্পার ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।