আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা এক মিনিটে আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও আক্কেলপুর পৌরসভার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন ইউএনও মনজুরুল আলম। পরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, আক্কেলপুর প্রেসক্লাব ও প্রেসক্লাব আক্কেলপুর শ্রদ্ধা নিবেদন করেন।
এর পর শুক্রবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে ৫২’র ভাষা আন্দোলনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুইজ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।