মাসুদ সরকার,ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার ২২ ফেব্রুয়ারী দুপুর আড়াই থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত উপজেলার নয়াপুকুর মোড়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক মোটরসাইকেলের ফিটনেট, ট্যাক্সটোকেন না থাকা, ডাইভিং ও রেজিষ্ট্রেশন বিহীন গাড়ী চালকদের ১১টি মামলায় মোট ১৩ হাজার ৫ শত টাকা অর্থদন্ড করেন। এ সময় ধামইরহাট থানার এস.আই মো. ফিরোজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স মোবাইল কোর্টে সহযোগিতা করেন।
অর্থদন্ডপ্রদান কারী মোটরসাইকেল চালকগণ তাদের জরিমানার টাকা প্রদানকালে পরবর্তীতে সড়ক পরিবহন আইন মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।