জয়পুরহাট প্রতিনিধিঃ
শনিবার (২২ ফেব্রুয়ারি) শহীদ ডা.আবুল কাসেম ময়দানে কালাই,ক্ষেতলাল,আক্কেলপুর থেকে প্রায় সাত শতাধিক নেতাকর্মীদের নিয়ে বিএনপির আয়োজিত সমাবেশে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা উত্তর অঞ্চল জাতীয়বাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং আগামী নির্বাচনে জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্বাস আলী।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়।
জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ,এইচ,এম ওবায়দুর রহমান চন্দন, সাবেক সংসদ সদস্য জয়পুরহাট-২ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা উত্তর অঞ্চল জাতীয়বাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলীসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা যুবদল, স্বেচ্ছাসেবক দল,ও ছাত্রদলের নেতাকর্মীরা।