প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
কাহালুতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ কুতুব শাহাব উদ্দিন বাবু, কাহালু( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয়ের আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ জাহাঙ্গীর আলম।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে মালিহা মমতাজ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ খাঁন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাহালু সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মোছাঃ আসমা খাতুন, কাহালু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আব্দুস ছালেক তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও কাহালু প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মোঃকুতুবশাহাবউদ্দীন বাবু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এ,টি,এম, খালেকুজ্জামান মিঠু।
এসময় বিদ্যালয় এডহক কমিটির দাতা সদস্য আলহাজ্ব মোঃ তোছাদ্দেক হোসেন টুকু, সদস্য শিক্ষক প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম নয়ন, সহকারি শিক্ষক মুরাদুজ্জামান, ছালেহা খাতুন, শহিদুল ইসলাম, তাহরিমা আকতার, সুমি আকতার, তানিয়া তামান্না, সহ অভিভাবক ও ছাত্র ছাত্রী গন উপস্থিত ছিলেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং বিজয়ী ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়।
All rights reserved © 2022