ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইভ টিভি
  14. শিল্প ও সংস্কৃতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

“প্রতিযোগিতার চাপ নয় শিশুদের আনন্দের ধারায় পড়ালেখা করাতে হবে”-নওগাঁ জেলা প্রশাসক

admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন প্রতিযোগিতা মূলক নয় আনন্দের ধারায় শিশুদের পড়ালেখা করাতে হবে যেন অর্জিত জ্ঞানের ভার বহুদূর বহন করতে পারে। বর্তমানে শিশুরা বইয়ের বোঝা আর বইতে পারে না। বয়স ও বহন ক্ষমতার বাহিরে আমরা বর্তমানে প্রতিনিয়তই শিশুদের পড়ালেখা নামক অসুস্থ্য প্রতিযোগিতার চাপ চাপিয়ে দিয়ে যাচ্ছি যে চাপ শিশুরা বেশিদিন বহন করতে পারছে না। ফলে বিভিন্ন ভর্তি ও চকরীর প্রযোগিতায় নিজেদের মেধার বহি:প্রকাশ ঘটাতে পারছে না। তাই পড়ালেখার এই অসম প্রতিযোগিতার সঙ্গে একটু আনন্দধারা যোগ করা খুবই প্রয়োজন। প্রাইভেট নির্ভর না হয়ে অভিভাবকরা যদি প্রতিটি শিশুদের সঙ্গে একটু সময় বিনোদন যুক্ত সঙ্গ দেয় তাহলে শিশুরা পড়ালেখার চাপকে তেমন একটা ভারী মনে করবে না। তাই প্রতিটি বিদ্যাপিঠের শিক্ষক থেকে শুরু করে অভিভাবকদের এই বিষয়ে পজেটিভ ভ’মিকা রাখার কোন বিকল্প নেই।

নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক এই কথাগুলো বলেন। মঙ্গলবার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শরিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার এহ্সানুর রহমান ভূইয়া, নওগাঁ সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।