ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইভ টিভি
  14. শিল্প ও সংস্কৃতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুরবাড়িতে আত্মগোপনে থেকেও রক্ষা হয়নি ছাত্রলীগ নেতার গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ

admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৫-২-২৫

জয়পুরহাটের কালাই মাত্রাই ইউনিয়ন বিয়ালা বাজার এলাকায় সোমবার রাত ১০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনে মামলার আসামি শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকায় ছাত্রলীগ আহবায়ক ও সাবেক কমিশনার তৌফিকুল ইসলাম তৈহিদকে স্থানীয় জনতারা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে৷

স্থানীয়রা জানায়,বিয়ালা বাজারে শশুর ফজলে এলাহি তোতার বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে বিক্ষপ্তিত জনতা৷ সোমবার (২৪ ফেব্রুয়ারি) কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি নেতা দাদে এলাহী লাবলু বলেন, তৌফিকুল ইসলাম ছাত্রলীগ আহবায়ক হয়ে, কালাই পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কমিশনার হয়েছিলেন সম্পূর্ণ ভোট ডাকাতি করে৷ টেন্ডারবাজি থেকে শুরু করে স্থানীয় ও পারিবারিক দ্বন্দ্ব ধর্ষণ মামলারও বিচারক ছিলেন৷ তার বাবার মাত্র সাড়ে ৪ বিঘা সম্পত্তি চার ভাই এক বোন৷ তিনি সব সময় বাদশাহী কায়দায় চলাফেরা করতেন দুমাস পর পর একটি করে মোটরসাইকেল পাল্টাতেন তার আয়ের উৎস কি তার ব্যাংক ব্যালেন্স কোটি টাকার উপরে৷ স্বৈরাচারের দোসর ও ক্ষমতার দাম্ভিকতায় মানুষকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে আমরা এর বিচার চাই৷

এর আগে (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিয়ালা বাজার এলাকায় শ্বশুরবাড়িতে আত্মগোপনে থেকেও রক্ষা হয়নি তাকে স্থানীয় জনতারা আটক করে, তৌফিকুল ইসলাম তৌহিদ উপজেলার কালাই পৌরসভার পূর্ব পাড়া গ্রামের মোঃ মোতালেবের ছেলে (৩৮) এবং কালাই পৌরসভার ২নং ওয়ার্ড সাবেক কমিশনার ও উপজেলা ছাত্রলীগ আহবায়ক ছিলেন৷

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান তৌফিকুল ইসলাম তৌহিদের নামে সদর থানায় ও ডিবির কাছে পৃথক মামলা রয়েছে৷ আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হবে৷

জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন,তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।