“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার মোট ১৬টি বিদ্যালয়ের দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এক পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভার আয়োজন করে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে “ মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘঠে” এই বিষয়ের উপর পক্ষে-বিপক্ষে চুক্তি খন্ডন করে চ্যাম্পিয়ন হয় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় আর রানার আপ হয় ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্বপালন করেন রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন পথিক।
এসময় এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অতিথিরা বলেন গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধী বিতর্ক প্রতিযোগিতার কোন বিকল্প নেই। বিতর্ক করতে গেলে অনেক পড়তে হয়। ফলে শিক্ষার্থীদের মাঝে পাঠবইয়ের বাহিরেও অন্য বিষয়ের বই পড়ার প্রতি আগ্রহের সৃষ্টি হয়। তাই আগামীতেও এই ধরণের আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে আয়োজকদেও সুদৃষ্টি কামনা করা হয়।
সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।