কারিগরি শিক্ষা বোর্ডের প্রকল্পের আওতায় পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আয়োজিত স্কিল কম্পিটিশনের আয়োজন করা হইয়াছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ভার) ও সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর স্কিল কম্পিটিশনের উদ্বোধন করেন। বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা টেকনোলজি জব,গ্রাফিক্স টুলস ব্যবহার করে লগো তৈরী, আর্ক ওয়েল্ডিং এর সাহায্য বাট জয়েন্ট (২জি) পজিশন তৈরী, ইংলিশ বন্ড পদ্ধতিতে স্তরের দেওয়াল ও একটি সুইজ সকেট ইন্ডিকেটর ফিউজ এনার্জি মিটারসহ ওয়্যারিং শিক্ষার্থীরা হাতে কলমে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। অতিথিরা বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। স্কিল কম্পিটিশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর সরকারি টেকনিক্যািল স্কুল ও কলেজের অধ্যক্ষ আহছান হাবিব। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক সফল মেয়র উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি এ জেড এম মেনহাজুল হক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন/ হিসাব), হাবিবুর রহমান, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচাজের প্রতিনিধি এস আই নিমাই কুমার, প্রেস ক্লাবের সভাপতি ও মানবজমিনের পার্বতীপুর প্রতিনিধি মনজুরুল আলম সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শির্ক্ষারা উপস্থিত প্রমুখ।