ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইভ টিভি
  14. শিল্প ও সংস্কৃতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রকৌশলী উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি পালিত

মোঃ মোকাররম হোসাইন কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রকৌশলী জহীর দেহেদী হাসানের উপর হামলা এবং তার অফিস কক্ষে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অফিস কক্ষে তালাবদ্ধ করে হয়রানি ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে।
“উন্নত ও সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী সমাজের যথার্থ মূল্যায়ন চাই” এ স্লোগান সামনে রেখে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এলজিইডির কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা এলজিইডির প্রকৌশলী (অ.দা) মো. সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফর ও মো. সাব্বির হোসেন প্রমুখ।এ সময় উপজেলা প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রকৌশলীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশের সকল প্রকৌশলীদের সমন্বয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।