প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১:২৩ অপরাহ্ণ
প্রকৌশলী উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি পালিত

কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রকৌশলী জহীর দেহেদী হাসানের উপর হামলা এবং তার অফিস কক্ষে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অফিস কক্ষে তালাবদ্ধ করে হয়রানি ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন ও অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে।
“উন্নত ও সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী সমাজের যথার্থ মূল্যায়ন চাই” এ স্লোগান সামনে রেখে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এলজিইডির কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা এলজিইডির প্রকৌশলী (অ.দা) মো. সিরাজুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জাফর ও মো. সাব্বির হোসেন প্রমুখ।এ সময় উপজেলা প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রকৌশলীর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশের সকল প্রকৌশলীদের সমন্বয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
All rights reserved © 2022