ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইভ টিভি
  14. শিল্প ও সংস্কৃতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Link Copied!

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁর রাণীনগরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলার ম্যাচ অনুষ্ঠিত হয়।

রাণীনগর ফুটবল একাডেমির উদ্যোগে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে গত ২০ ডিসেম্বও থেকে এই টুর্ণামেন্ট শুরু হয়। টুর্ণামেন্টে ৮টি জেলার ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় পার্বতীপুর ভান্ডু সুমন স্মৃতি ফুটবল একাদশ ১-০ গোলে ছাতনী ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথি হিসেবে ফাইনাল ম্যাচের উদ্বোধন ও খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টুর্ণামেন্ট সভাপতি মেজবা-উল-হক লিটন। পরে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের মাঝে একটি ফ্রিজ ও বিজিত দলের মাঝে একটা এলইডি টিভি, অতিথিদেও মাঝে ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সাবেক ক্রীড়াবিদ নিজামুল হক, আশরাফুল ইসলাম ও খোকন। এসময় বহুবছর পর প্রিয় মাঠে টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচের খেলা উপভোগ করার জন্য কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শকরা মাঠের চারপাশে ভীড় করেন। এছাড়াও বিভিন্ন ভবনের ছাদ থেকে নারী ফুটবল দর্শকরাও খেলা উপভোগ করেন।

প্রধান অতিথি মেজবা-উল হক লিটন বলেন, দীর্ঘ প্রায় বিশ বছর আমাদের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী পাইলট মাঠে একটি টুর্ণামেন্ট শুরুর পর শেষ হলো। একটা সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত খেলার চর্চার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিক্ষার্থীদের বেশি বেশি করে খেলার প্রতি আগ্রহী করতে হবে। তাই পড়াশোনার পাশাপাশি অবশ্যই খেলাধুলার নিয়মিত চর্চা করতে হবে। আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।