প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ
ধামইরহাটে মোবাইল কোর্টে গোস্ত ব্যবসায়ীর জরিমানা

ধামইরহাটে বাজার মূল্যের চেয়ে বেশি দামে গরুর গোস্ত বিক্রি করায় গোস্ত ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। ধামইরহাটে রবিবার সাপ্তাহিক হাটে বাজার মূল্যের চেয়ে বেশি দামে গরুর গোশত বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান হাটে অভিযান পরিচালনা করেন। এ সময় একজন গোস্ত ব্যবসায়ী অতিরিক্ত দামে গোস্ত বিক্রি করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে হাতেনাতে ধরে প্রথম অপরাধের কারণে ৩ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি তিনি হাটের বিভিন্ন স্থানে কবিরাজি, আয়ুর্বেদিক, বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ ব্যবসায়ীদের প্রতারণামূলক অবৈধ ব্যবসা বন্ধ করার নির্দেশ প্রদান করেন। মোবাইল কোর্টের উপস্থিতি দেখে অনেক দোকানদার দোকান রেখে চম্পট দেয়। সাধারণ মানুষের অধিকার রক্ষায় বাজারে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
All rights reserved © 2022