ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইভ টিভি
  14. শিল্প ও সংস্কৃতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্বল্প মূল্যে পণ্য পেতে রাণীনগরে ন্যায্যমূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষদের উপচে পড়া ভীড়

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
মার্চ ২, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে ন্যায্য মূল্যের দোকান চালু করেছে উপজেলা প্রশাসন। রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গনে ন্যায্যমূল্যের এই দোকান চালুু করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পরেই স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নিতে স্বল্প আয়ের ক্রেতাদের উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো।

এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান দোকানের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পরিচালিত দোকান প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সপ্তাহের প্রতি শুক্রবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন গোলচত্বরে স্বল্প মূল্যে গরুর মাংসও পাওয়া যাচ্ছে।

ক্রেতারা বলছেন, খোলা বাজারের চেয়ে ন্যায্যমূল্যের এই দোকান থেকে প্রয়োজনীয় পণ্যগুলো কম টাকায় পাওয়া যাচ্ছে। তবে আরো কিছু পণ্য যদি এই দোকান থেকে পাওয়া যেতো তাহলে স্বল্প ও মধ্যম আয়ের মানুষদের মাঝে অনেক স্বস্তি ফিরে আসতো। তবুও আমরা অনেক খুশি। যদি সারা বছরই এই দোকান চালু রাখা হতো তাহলে খোলা বাজারে প্রতিটি পণ্যের দাম হাতের নাগালে থাকতো এবং বাজার দরেও স্থিতিশীলতা ফিরে আসতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। এতে করে প্রতিদিন বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে খেটে খাওয়ার স্বল্প ও মধ্যম আয়ের মানুষদের। বিশেষ করে পবিত্র রমজান মাসে খোলা বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে কতিপয় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। এমন জিম্মিদশা থেকে ভোক্তাদের রক্ষা করতে অন্তত রমজান মাসে যেন স্বল্প ও মধ্যম আয়ের মানুষরা স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পারেন সেই বিষয়টি জেলাজুড়ে বাস্তবায়ন করতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক এই ন্যায্য মূল্যের দোকান চালু করা হয়েছে। এতে করে স্বল্প আয়ের বিভিন্ন শ্রেণি পেশার খেটে খাওয়া ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

তিনি আরো জানান এই দোকান থেকে প্রতিদিন একজন ক্রেতা খোলা বাজার থেকে স্বল্প মূল্যে নির্ধারিত পরিমাণ পণ্য কিনতে পারবেন। ন্যায্যমূল্যের দোকান থেকে প্রতিদিন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকায়, প্রতি লিটার বোতলজাত সরিষা তেল ১৮০ টাকায়, প্রতি কেজি চিনি ১২০ টাকায়, প্রতি কেজি ডাল ১১৩ টাকায়, প্রতি কেজি মুড়ি ৯০ টাকা, প্রতি কেজি চিড়া ভাজা-৯০ টাকা ও কাঁচা-৬৮ টাকায়, প্রতি হালি ডিম ৩৮ টাকা, প্রতি লিটার দুধ ৬৫ টাকায় ও প্রতি কেজি ছোলা ১০০ টাকায় কিনতে পারবেন। আগামীতে ক্রেতাদের চাহিদা মাফিক দোকানে আরো কিছু প্রয়োজনীয় পণ্য সংযুক্ত করা হবে। এছাড়া পুরো রমজান মাসজুড়েই ন্যায্যমূল্যের এই দোকান চালু রাখা হবে।