আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুরে একটি প্রাইভেট কার তল্লাসী করে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবা জব্দ করেছে থানা পুলিশ। পরে তাঁদেরকে গ্রেপ্তার দেখানো হয়।
আক্কেলপুর পৌর এলাকার মুকিমপুর মোড়ে আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, প্রাইভেট কারের চালক কুমিল্লা কোতোয়ালি থানার চকবাজার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুবেল হোসেন (২৮), জয়পুরহাট সদর থানার সাখিদারপাড়ার সোলেমান আলীর প্রামাণিকের মেয়ে নাজমা খাতুন (৪০) ও কুমিল্লা চান্দিনা থানার সাইকোট গ্রামের মোঃ সুলতানের মেয়ে নাসরিন বেগম (২৫)। এঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
থানার উপপরির্দশক (এসআই) গোলাম রব্বানী বলেন, আমার কাছে তথ্য আসে একটি সাদা রঙের চোরাই প্রাইভেট কার নিয়ে পালাচ্ছিল। আমরা আগে সাদা রঙের একটি প্রাইভেট কার আটকিয়ে ছিলাম। রেজিষ্টেশন নম্বর অমিল থাকায় প্রাইভেট কারটি ছেড়ে দিই। প্রায় আধা ঘন্টা পর আরেকটি সাদা কার আসছিল। সেই প্রাইভেট কারের রেজিষ্ট্রেশন নম্বর মিল ছিল। প্রাইভেট কারের সামনে পিছনে দুটি পিকআপ ভ্যান অনুসরণ করে মুকিমপুর মোড়ে এসে প্রাইভেট কারটি আটকানো হয়।
এসময় প্রাইভেট কারে থাকা একজন দ্রুত পালিয়ে যায়। চালক ও দুই নারী ও প্রাইভেট কারের ভেতর ছিলেন। আমরা প্রাইভেট কার তল্লাসী করে ৪০ কেজি গাঁজা ও ৩৬৫ পিস ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করেছি। প্রাইভেট কারটি চোরাই কি না তা যাচাই চলছে।
আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, প্রাইভেট কারে গাঁজা ও ইয়াবা পাওয়া গেছে। এঘটনায় প্রাইভেট কারের চালকসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
গ্রেপ্তার নাজমা পারভিন বলেন, কুমিল্লা শহর থেকে প্রাইভেট কারটি জয়পুরহাট সদর দুর্গাদহ এলাকার রমজান আলীর কাছে যাচ্ছিল। আমরা যাত্রী সেজে প্রাইভেট কারে উঠেছিলাম। আক্কেলপুরে এসে পুলিশের জালে ধরা পড়েছি।