ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইভ টিভি
  14. শিল্প ও সংস্কৃতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে ইরি-বোরো ধানের চারা বিনষ্টের অভিযোগ

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত জেরে ময়েন উদ্দীন (৫৫) নামের একজন কৃষকের শতাধীক গাছ কর্তন এবং রোপিত ইরি-বোরো ধানের চারা বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক সুষ্ঠ বিচারের দাবিতে চার জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো-উপজেলার  চকতিলন এলাকার মোশারফ হোসেন (৪০), আশরাফুল ইসলাম (৩৫), মো. আরিফ (২৫) এবং জিহাদ হোসেন (২২)। রবিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত রঘুনাথপুর এলাকার মঙ্গলিয়া মৌজায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, রঘুনাথপুর এলাকার মৃত গয়েস উদ্দিনের স্ত্রী মরিয়ম বিবি ময়েন উদ্দিন এবং শরিফ উদ্দিন নামের দুই ভাইকে ১৯৭৭ সালে ২৩৩ নং দলিল মুলে এসআর খতিয়ানে ১.৬০ একর জমি হেবাবিল এওয়াজনামা দলিল রেজিস্ট্রি করে দেন। সেই থেকে ওই জমি তারা দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। এমন অবস্থায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ১.৬০ একর জমির মধ্যে ৭৯ শতাংশ জমিতে লাগানো ১৩০টি ফলজ ও বনজ গাছ কর্তন করেন অভিযুক্ত ব্যাক্তিরা। এছাড়াও অবশিষ্ট ৮১ শতাংশ জমিতে রোপণকৃত বোরো ধানের চারা কীটনাশক ছিটিয়ে বিনষ্ট করা হয়। এ ঘটনায় ওই কৃষকের প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, বিষয়টি পারিবারিক জমিজমা সংক্রান্ত আমরা অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।