ঢাকা বিভাগীয় প্রধান মোঃ জিল্লুর রহমান:
গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ গাজীপুরের টংগী বিসিক শিল্পনগরী মাট্রিক্স স্টাইলস লিমিটেডে নাইট ডিউটি চলাকালিন সময়ে কর্মরত শ্রমিকরা টিফিন চাইতে গেলে কর্তৃপক্ষ ঐ কারখানার মোঃ নামের এক অপারেটরের মাধ্যমে টিফিন চাওয়া কয়েকজন শ্রমিককে জিএম এর চেম্বারে নিয়ে মারধর করেন। পরের দিন ১৭ ফেব্রæয়ারি ২০২৫ উক্ত ঘটনার প্রেক্ষিতে কারখানার শ্রমিকরা প্রতিবাদ করলে কারখানা কর্তৃপক্ষ অভ্যন্তরিন কন্দোল থামাতে বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে শ্রমিকদের মারপিট করে কারখানা থেকে শ্রমিকদের বের করে দিয়ে কারকানার মূল গেইটে বন্ধের ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধের ঘোষনা দিলে সাধারন শ্রমিকরা তাদের কর্মস্থলে গিয়ে কারখানা চালুর দাবী করলেও কর্তৃপক্ষ তার কোন শঠিক সিদ্ধান্ত না দিয়ে বরং ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা টিফিন চাওয়া সেই সকল শ্রমিকদের বাসায় বাসায় গিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও শ্রমিকদের হত্যা করে গুম করার কথা বলে শ্রমিকদের এলাকা ছাড়তে বাধ্য করছে কর্তৃপক্ষ। সরজমিনে গিয়ে কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জানা গেছে কারখানা মালিক পক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা টিফিন চাওয়া সেই শ্রমিকদের মধ্যে মোঃ ইব্রাহিম খানকে তার বাসায় গিয়ে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা এলোপাথারী আঘাত করে গুরুতর আহত করেন। আজ ২২ ফেব্রæয়ারি ২০২৫ শনিবার বিকেলে আহত শ্রমিক মোঃ ইব্রাহিম খান চিকিৎসা শেষে তার প্রান নাশের চেষ্টার বিচার চেয়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’ গাজীপুর জেলা কমিটিতে লিখিত আবেদন করেছেন। এ বিষয়ে মাট্রিক্স স্টাইলস লিমিটেড এর কারখানা কর্তৃপক্ষের নিকট থেকে জানা যায় যে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আজ থেকে সাধারন শ্রমিকরা কর্মস্থলে ফিরেছেন।