আইনশৃঙ্খলা বাহিনীগুলোর দিক থেকে কোনো অসহযোগিতা দেখেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, আমরা এরকম কিছু দেখছি না। আমরা চাই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব উন্নত করতে। কারণ মানুষের জান-মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে সরকারের। আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই।
হঠাৎ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হলো কেন, এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, হঠাৎ করে.. আমরা বলছি তো আমরা ইন্টেলিজেন্স গেদার করছি। আজ তাদের প্রতিনিধিরাও ছিলেন। তারা আরও বিস্তারিত প্রতিবেদন দেবেন। আমরা গুরুত্বসহকারে এসব মনিটরিং করছি। আমরা আশা করছি আপনারা দৃশ্যমান উন্নতি খুব দ্রুত দেখতে পাবেন।
কক্সবাজার ইস্যুতে আজ কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে প্রেস সচিব বলেন, আমরা কক্সবাজারে এসপি ও সিকিউরিটি এজেন্সি আছে তাদের কাছ থেকে প্রতিবেদন চাচ্ছি, তারা আমাদের দিলে আপনারা জানতে পারবেন।