ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইভ টিভি
  14. শিল্প ও সংস্কৃতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আক্কেলপুরে ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদলের সভাপতি-সম্পাদককে কুপিয়ে জখম

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ 
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের আক্কেলপুরে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসার জেরে উপজেলার তিলকপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুল হক বিশাল (২৯) কে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। ওই সময় তাঁর বড় ভাই বেলাল হোসেন (৩৫) কেও দেশিয় অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তাঁদেরকে বাঁচে এগিয়ে আসলে বেলাল হোসেনের শ্বাশুড়ি রোজিনা আক্তার (৪০) রাকিব হোসেন (২২) শাকিল আহাম্মেদ (২৬), শাহিন হোসেন (৩০) এবং রায়কালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু হোসেন (২৭) ওই হামলায় গুরুত্বর জখম হয়েছেন।
এদের মধ্য ছাত্রদল নেতা ইমদাদুল হক, বেলাল ও শাকিল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
গত কাল রাত সাড়ে সাতটার দিকে উপজেলার চিয়ারীগ্রাম পাইকৈর ডারা মোড় নামক স্থানে ওই ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগীতায় মঙ্গলবার রাত সাড়ে আটটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চিয়ারীগ্রাম পাইকৈরডারিয়া গ্রামের বাসিন্দা নুরনবী সাদ্দাম হোসেন তাঁর এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে (সরকারি লাইসেন্স ছাড়া) ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছিলেন। একই এলাকায় সরকারি লাইসেন্স ভ‚ক্ত ‘তিলকপুর নেটওয়ার্ক’ প্রোপ্রাইটর বেলাল হোসেন নিজস্ব অপটিক্যাল ফাইবার তাঁর এলাকায় টেনে ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবসা শুরু করেন। হঠাৎ করে সাদ্দাম বেলালকে না জানিয়েই বেলালের তারের মধ্য অন্য একটি কোম্পানির ইন্টারনেট সংযোগ (লিংক) দেয়।
বিষয়টি বেলাল টের পেলে সাদ্দামের অবৈধভাবে ইন্টারনেট সংযোগ নেওয়া কোম্পানির কাছে অভিযোগ দিলে ওই কোম্পানি সাদ্দামকে দুই দিনের সময় বেধে দিলেও সাদ্দাম তা মানেননি। দুই দিন পর গতকাল মঙ্গলবার সকালে সাদ্দামের লিংক বন্ধ করে দেওয়া হয়। ওই দিন ১১ টায় ‘তিলকপুর নেটওয়ার্ক’ প্রোপ্রাইটর বেলাল তাঁর লোকজন ওই এলাকায় গেলে সাদ্দামের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এনিয়ে ওই দিন সন্ধ্যায় চন্দনদীঘি বাজার এলাকায় দুই পক্ষ নিয়ে বৈঠকে বসে। সেখান থেকে বেলাল তাঁর লোকজন নিয়ে বাড়ি ফেরার পথে চিয়ারীগ্রাম পাইকৈর ডারা মোড় নামক স্থানে নূরনবী ইসলাম সাদ্দামের নের্তৃত্বে মুমিনুর ইসলাম, অস্ত্র দিয়ে বেলালসহ তাঁর ছোটভাই তিলকপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুল হক বিশাল, কর্মচারী শাকিল হোসেনের উপর হামলা করে। ওই সময় বেলালের শ্বাশুড়ি রোজিনা আক্তার তাঁদের বাঁচাতে এলে তাকেসহ স্থানীয় বাসিন্দা রায়কালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহাম্মেদকেও কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
জানতে চাইলে তিলকপুর নেটওয়ার্কের মালিক বেলাল হোসেন বলেন, আক্কেলপুর উপজেলায় আমি বিটিআরসির লাইসেন্স নিয়ে সরকারি সব নীতিমালা মেনে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা পরিচালা করে আসছি। চিয়াারীগ্রাম পাইকৈর ডারিয়া গ্রামে আমার শ্বশুর বাড়ি সেখানেও আমি নিজস্ব অপটিক্যাল ফাইবার তার টেনে বেশ কিছু গ্রাহকদের ইন্টারনেট সংযোগ প্রদান করে ছিলাম। একই এলাকায় পূর্বে থেকে নূরনবী ইসলাম সাদ্দাম বিটিআরসির লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইন্টারনেট ব্যবসা করে আসছিলেন। সে আমাকে না জানিয়েই গায়ের জোরে চলমান আমার লাইন বন্ধ করে আমার ফাইবার তারে অন্য একটি কোম্পানির লাইন চালু করে আমার গ্রাহকদের সংযোগ চালু করে। বিষয়টি জানার পরে তাঁকে দুই দিনের সময় দেওয়া হয়। কিন্তু সে সেই সময়ের মধ্য আমার নিজস্ব তারে ওই অবৈধ সংযোগ বন্ধ করেননি। পরে আমি সাদ্দাম যে কোম্পানির কাছ থেকে সংযোগ নিয়েছিল তাকে অভিযোগ দিলে তখন সাদ্দামের লাইন বন্ধ হয়। মূল এই কারনেই সে তাঁর লোকজন নিয়ে হত্যার উদ্যেশে আমাকেসহ ছোট ভাইকে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথারীভাবে কুপিয়ে জখম করে।
এবিষয়ে জানাতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর নেওয়াজ বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে আহত ছাত্রনেতাদের দেখতে গিয়েছিলাম। অপরাধী যেই হোক তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হামলার ঘটনায় অভিযুক্ত নূরনবী ইসলাম সাদ্দামের সাথে কথা বলা যায় নি। তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়ায় যায়। এলাকায় খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায় নি।
উপজেলা
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ বলেন, রাতে সাতজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আসে। তাদের হাত-পা ও মাথায় গভীর ক্ষত ছিল। এদের মধ্যে তিনজনকে ভর্তি এবং বাঁকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য মারপিটের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ থানায় দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইএসপিএবি রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য তানভীরুল আলম বলেছেন, জয়পুরহাট সহ আশেপাশে বিভিন্ন জেলাতে অবৈধ রিসেলার গড়ে উঠায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি গ্রাহক সঠিক সেভা থেকে বঞ্চিত হচ্ছেন। পেশি শক্তির মাধ্যমে অবৈধ রিসেলার দ্বারা বেলাল ও তাঁর ভাইসহ কয়েকজনকে হামলা করে আহত করার ঘটনার তীব্র প্রতিবাদ করছি সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তম‚লক শাস্তি দাবি করছি।
বগুড়া আইএসপিএবি জেলা কমিটির সদস্য হারুনুর রশিদ দেওয়ান বলেন, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিছু দিন যাবৎ জয়পুরহাট জেলার এক কেবলটিভি ও অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী ভয়ভিতী দেখিয়ে এলাকা দখল করছে বলে আমারা অভিযোগ পেয়েছি। এরই জেরে এই ঘটনা ঘটেছে বলে আমি মনে করি এবং দোষীদের দৃষ্টান্তম‚লক শাস্তি দাবি করছি।