ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন বিচার
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. লাইভ টিভি
  14. শিল্প ও সংস্কৃতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে নবীন বরণ অনুষ্ঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) :
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কৈজুরী বেগম নুর জাহান রিয়াজ উচ্চ বিদ্যালয় ও পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়সহ ৩টি বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার  বিদ্যালয় গুলতে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান।
পাঁচবিবি এল.বি.পি সরকারি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান, কৈজুরী বেগম নুর জাহান রিয়াজ উচ্চ বিদ্যালয়ে ইঞ্জিঃ মোঃ আবুল কালাম আজাদ ও পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী।
কৈজুরী বেগম নুর জাহান রিয়াজ উচ্চ বিদ্যালয়ে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান।
অনুষ্ঠানে বিদায় ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে করা হয়।
এবারে এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১১২জন, কৈজুরী বেগম নুর জাহান রিয়াজ উচ্চ বিদ্যালয় থেকে ৬৮ জন এবং পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয় থেকে ১০৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে বলে জানান প্রধান শিক্ষক।
অনুষ্ঠানে বক্তারা নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও উজ্জল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন। শেষে প্রত্যেক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, নাটক ও আবৃত্তি পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।